ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০২৭ ফিচার! অবশেষে ঘোষণা করা হলো ২০২৩ বিশ্বকাপের ফিচার। বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক ১০০ দিন আগে মুম্বাইয়ের এক অনুষ্ঠানে ঘোষণা করা হয়েছে এবারের বিশ্বকাপের ফিচার। ৫ অক্টোবর চলতে শুরু করবে বিশ্বকাপের গাড়ি।
প্রথম ম্যাচে আহাম্মেদাবাদে ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবার বিশ্বকাপ। আর ৭ তারিখ ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ দল। প্রথম ম্যাচটা তুলনামূলক সহস প্রতিপক্ষ পেলেও দ্বিতীয় ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে পাবে টাইগাররা। ইংল্যান্ডের বিপক্ষেও ম্যাচটি হবে পাহাড়ে ঘেরা ধর্মশালায় অক্টোবরের ১০ তারিখ।
দুইটা ম্যাচ খেলে বাংলাদেশ দল উড়ে যাবে গরমের শহর চেন্নাইয়ে। সেখানে অক্টোবরের ১৩ তারিখ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তামিম ইকবালের দল। নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ পুনেতে ১৯ তারিখ। ভারতের বিপক্ষে খেলার পর ২৪ তারিখ পাশের শহর মুম্বাইয়ের সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের দল।
মুম্বাই থেকে বাংলাদেশের পরবর্তী গন্তব্য কলকাতা। কলকাতায় দুটো ম্যাচ খেলবে টাইগাররা। যার প্রথমটা হবে নেদারল্যান্ডসের বিপক্ষে। আর কলকাতায় তৃতীয় ম্যাচটা খেলবে পাকিস্তানের বিপক্ষে। ঐ মাসেরই শেষ দিন ৩১ তারিখ নিজেদের শেষ দুইটা ম্যাচ আলাদা দুইটা মাঠে খেলবে বাংলাদেশ। নভেম্বরে ৬ তারিখ দিল্লিতে শ্রীলঙ্কা দলের মুখোমুখি হবে বাংলাদেশ।
আর বিশ্বকাপের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটা খেলতে আবার পুনেতে যাবে বাংলাদেশ দল। মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। ১২ নভেম্বর টুর্ণামেন্টের প্রথম রাউন্ড শেষ হওয়ার পর ১৫ এবং ১৬ তারিখ হবে দুইটা সেমিফাইনাল। ভেন্যু হিসেবে যথাক্রমে থাকবে মুম্বাই এবং কলকাতা। এবারের বিশ্বকাপের ফাইনাল খেলা হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নভেম্বরের ১৯ তারিখ।
ভারত জুরে মোট ১০টা মাঠে এবারের বিশ্বকাপের ৪৮ টা ম্যাচ অনুষ্ঠিত হবে মাঠগুলো হল,
১/ হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম
২/ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম
৩/ ধর্মশালার হিমাচল ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়াম
৪/ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম
৫/ চেন্নাইয়ের এম এ চিতাম্বাড় স্টেডিয়াম
৬/ লাখনোর একানা স্টেডিয়াম
৭/ পুনের মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়াম
৮/ বেঙ্গালুরের চেন্নাই ছোয়মি স্টেডিয়াম
৯/ মুম্বাইয়ের ওয়ান কিরে স্টেডিয়াম
১০/ কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়াম
এছাড়া মোট ৩টি মাঠে দলগুলো নিজেদের প্রস্তুতি ম্যাচে খেলবে মাঠগুলো হল,
১/ হায়দ্রাবাদ
২/ গোহাটি
৩/ থিরুহাম থাপুরাম।
বড় শহর গুলোর মধ্যে পাঞ্জাব কোন ম্যাচ পায়নি। পায়নি কোন অনুশীলন ম্যাচও। বাংলাদেশ তাদের প্রস্তুতি ম্যাচ গোহাটিতে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
বাংলাদেশের ম্যাচবাদেও কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ যারা নামে মানে ভারি এসব ম্যাচের প্রতিও নজর থাকবে ক্রিকেটপ্রেমিকদের। ৮ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে ভারত প্রতিপক্ষ থাকবে অস্ট্রেলিয়া খেলা হবে চেন্নাইতে। অপর দিকে ভারত পাকিস্তান ম্যাচের তারিখ পরিবর্তন করে ১৪ অক্টোবর আহমেদাবাদে করা হয়েছে।
এছাড়াও ২৮ অক্টোবর দুই প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড মুখোমুখি হবে একে অপরের ধর্মশালায়। আর ইংল্যান্ড-অস্ট্রেলিয়া লড়াই হবে নভেম্বরের ৪ তারিখে আহমেদাবাদে।
এদিকে বিশ্বকাপের ফিচার ঘোষণা হলেও নিজেদের অংশগ্রহণের পাকা কথা এখনো দেয়নি পাকিস্তান। তবে পাকিস্তান শেষ পর্যন্ত বিশ্বকাপে গেলে তাদের প্রথম রাউন্ডে ৯ টা ম্যাচ খেলতে হবে ৫টা ভিন্ন ভেনুতে। পাকিস্তানের জন্য বরাদ্দ রাখা হয়েছে চেন্নাই, ব্যাঙ্গালুরু, হায়দ্রাবাদ, আহমেদাবাদ আর কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়াম। বিশ্বকাপের ফিচার ঘোষণা করা অংশগ্রহণকারী দেশগুলোর জন্য এটা একটা দারুণ সস্তির খবর। এই ফিচারের উপর নির্ভর করে দল সাজাবে দেশগুল।
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ সকল দল
১/ আফগানিস্তান
২/ অস্ট্রেলিয়া
৩/ বাংলাদেশ
৪/ ইংল্যান্ড
৫/ ভারত
৬/ নিউজিল্যান্ড
৭/ পাকিস্তান
৮/ দক্ষিণ আফ্রিকা
৯/ নেদারল্যান্ডস
১০/ শ্রীলঙ্কা
নিচে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর ফিচার দেওয়া হল
তারিখ | দেশ | স্টেডিয়াম | সময় |
বৃহস্পতিবার, ৫ অক্টোবর | ইংল্যান্ড VS নিউজিল্যান্ড | আহাম্মেদাবাদ | ২:০০ |
শুক্রবার, ৬ অক্টোবর | পাকিস্তান VS নেদারল্যান্ডস | হায়দ্রাবাদ | ২:০০ |
শনিবার, ৭ অক্টোবর | বাংলাদেশ VS আফগানিস্তান | ধর্মশালা | ১০:৩০ |
শনিবার, ৭ অক্টোবর | সাউথ আফ্রিকা VS শ্রীলঙ্কা | দিল্লি | ২:০০ |
রবিবার, ৮ অক্টোবর | ইন্ডিয়া VS অস্ট্রেলিয়া | চেন্নাই | ২:০০ |
সোমবার, ৯ অক্টোবর | নিউজিল্যান্ড VS নেদারল্যান্ডস | হায়দ্রাবাদ | ২:০০ |
মঙ্গলবার, ১০ অক্টোবর | ইংল্যান্ড VS বাংলাদেশ | ধর্মশালা | ২:০০ |
মঙ্গলবার, ১০ অক্টোবর | পাকিস্তান VS শ্রীলঙ্কা | হায়দ্রাবাদ | ২:০০ |
বুধবার, ১১ অক্টোবর | ইন্ডিয়া VS আফগানিস্তান | হায়দ্রাবাদ | ২:০০ |
বৃহস্পতিবার, ১২ অক্টোবর | অস্ট্রেলিয়া VS সাউথ আফ্রিকা | লাকনো | ২:০০ |
শুক্রবার, ১৩ অক্টোবর | নিউজিল্যান্ড VS বাংলাদেশ | চেন্নাই | ২:০০ |
শনিবার, ১৪ অক্টোবর | ইন্ডিয়া VS পাকিস্তান | আহাম্মেদাবাদ | ২:০০ |
২:০০ | |||
রবিবার, ১৫ অক্টোবর | ইংল্যান্ড VS আফগানিস্তান | দিল্লি | ২:০০ |
সোমবার, ১৬ অক্টোবর | অস্ট্রেলিয়া VS শ্রীলঙ্কা | লাকনো | ২:০০ |
মঙ্গলবার, ১৭ অক্টোবর | সাউথ আফ্রিকা VS নেদারল্যান্ডস | ধর্মশালা | ২:০০ |
বুধবার, ১৮ অক্টোবর | নিউজিল্যান্ড VS আফগানিস্তান | চেন্নাই | ২:০০ |
বৃহস্পতিবার, ১৯ অক্টোবর | ইন্ডিয়া VS বাংলাদেশ | পুনে | ২:০০ |
শুক্রবার, ২০ অক্টোবর | অস্ট্রেলিয়া VS পাকিস্তান | বেঙ্গালুরু | ২:০০ |
শনিবার, ২১ অক্টোবর | ইংল্যান্ড VS সাউথ আফ্রিকা | মুম্বাই | ১০:৩০ |
শনিবার, ২১ অক্টোবর | শ্রীলঙ্কা VS নেদারল্যান্ডস | লাকনো | ২:০০ |
রবিবার, ২২ অক্টোবর | ইন্ডিয়া VS নিউজিল্যান্ড | ধর্মশালা | ২:০০ |
সোমবার, ২৩ অক্টোবর | পাকিস্তান VS আফগানিস্তান | চেন্নাই | ২:০০ |
মঙ্গলবার, ২৪ অক্টোবর | সাউথ আফ্রিকা VS বাংলাদেশ | মুম্বাই | ২:০০ |
বুধবার, ২৫ অক্টোবর | অস্ট্রেলিয়া VS নেদারল্যান্ডস | দিল্লি | ২:০০ |
বৃহস্পতিবার, ২৬ অক্টোবর | ইংল্যান্ড VS শ্রীলঙ্কা | বেঙ্গালুরু | ২:০০ |
শুক্রবার, ২৭ অক্টোবর | পাকিস্তান VS সাউথ আফ্রিকা | চেন্নাই | ২:০০ |
শনিবার, ২৮ অক্টোবর | নেদারল্যান্ডস VS বাংলাদেশ | ধর্মশালা | ২:০০ |
শনিবার, ২৮ অক্টোবর | অস্ট্রেলিয়া VS নিউজিল্যান্ড | কলকাতা | ১০:৩০ |
রবিবার, ২৯ অক্টোবর | ইন্ডিয়া VS ইংল্যান্ড | লাকনো | ২:০০ |
সোমবার, ৩০ অক্টোবর | আফগানিস্তান VS শ্রীলঙ্কা | পুনে | ২:০০ |
মঙ্গলবার, ৩১ অক্টোবর | পাকিস্তান VS বাংলাদেশ | কলকাতা | ২:০০ |
বুধবার, ১ নভেম্বর | সাউথ আফ্রিকা VS নিউজিল্যান্ড | পুনে | ২:০০ |
বৃহস্পতিবার, ২ নভেম্বর | ইন্ডিয়া VS শ্রীলঙ্কা | মুম্বাই | ২:০০ |
শুক্রবার, ৩ নভেম্বর | নেদারল্যান্ডস VS আফগানিস্তান | লাকনো | ২:০০ |
শনিবার, ৪ নভেম্বর | নিউজিল্যান্ড VS পাকিস্তান | বেঙ্গালুরু | ১০:৩০ |
শনিবার, ৪ নভেম্বর | অস্ট্রেলিয়া VS ইংল্যান্ড | আহাম্মেদাবাদ | ২:০০ |
রবিবার, ৫ নভেম্বর | ইন্ডিয়া VS সাউথ আফ্রিকা | কলকাতা | ২:০০ |
সোমবার, ৬ নভেম্বর | বাংলাদেশ VS শ্রীলঙ্কা | দিল্লি | ২:০০ |
মঙ্গলবার, ৭ নভেম্বর | অস্ট্রেলিয়া VS আফগানিস্তান | মুম্বাই | ২:০০ |
বুধবার, ৮ নভেম্বর | ইংল্যান্ড VS নেদারল্যান্ডস | পুনে | ২:০০ |
বৃহস্পতিবার, ৯ নভেম্বর | নিউজিল্যান্ড VS শ্রীলঙ্কা | বেঙ্গালুরু | ২:০০ |
শুক্রবার, ১০ নভেম্বর | সাউথ আফ্রিকা VS আফগানিস্তান | আহাম্মেদাবাদ | ২:০০ |
শনিবার, ১১ নভেম্বর | অস্ট্রেলিয়া VS বাংলাদেশ | পুনে | ১০:৩০ |
শনিবার, ১১ নভেম্বর | পাকিস্তান VS ইংল্যান্ড | কলকাতা | ২:০০ |
রবিবার, ১২ নভেম্বর | ইন্ডিয়া VS নেদারল্যান্ডস | বেঙ্গালুরু | ২:০০ |
বুধবার, ১৫ নভেম্বর | সেমিফাইনাল ১ | মুম্বাই | ২:০০ |
বৃহস্পতিবার, ১৬ নভেম্বর | সেমিফাইনাল ২ | কলকাতা | ২:০০ |
রবিবার, ১৯ নভেম্বর | ফাইনাল | আহাম্মেদাবাদ | ২:০০ |
বন্ধুরা ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ সম্পর্কে আমাদের এই ফিচারটি আশা করি আপনাদের অনেক ভাল লেগেছে। বিশ্বকাপের সকল ম্যাচের আপডেট পেতে আমাদের সাইটের সঙ্গেই থাকুন ধন্যবাদ।