ওয়ানপ্লাস বিশ্বে নিয়ে আসছে ভাঁজ করা ফোন

ওয়ানপ্লাস মোবাইল

ওয়ানপ্লাস মোবাইল! হ্যালো বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের পোস্টটি হতে যাচ্ছে,,, ওয়ান প্লাস কোম্পানির ভাঁজ করা ফোন নিয়ে। স্যামসাং বেশ কয়েকবছর আগেই পরবর্তী প্রজন্মের ভাঁজ করা ফোন এনেছে বাজারে। স্যামসাংকে টেক্কা দিতে শাওমিও কিছুদিন আগেই বাজারে তাদের ভাঁজ করা ফোন এনেছে। তবে এখনো এই ফোল্ডেবল ফোনের বাজার ধরে রেখেছে স্যামসাং।

চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পোস্ট। ওয়ানপ্লাস কম্পানি এবার স্যামসাং ও শাওমিকে টেক্কা দিতে প্রযুক্তি বাজারে ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে এলো । সম্প্রতি কোম্পানির সহ প্রতিষ্ঠাতা পিট লাও একটি হিঞ্জের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এই হিঞ্জের মাধ্যমেই যে কোনো ফোল্ডেবল স্মার্টফোন ভাঁজ হফোল্ডেবল স্মার্টফোন ঘিরে শুরু হয়েছে জল্পনা । তারপর থেকে ওয়ান প্লাস কোম্পানি এই ফোনটি তৈরি করতে শুরু করল।

এবার ভাঁজ করা ফোন আনছে ওয়ানপ্লাস

এরপর থেকেই ওয়ানপ্লাসের যদিও সংস্থার পক্ষ থেকে এই বিষয়ে এখনো কিছু নিশ্চিত করা হয়নি। তবেধারণা করা হচ্ছে পিটের এই টুইটের পরে শিগগির পর্দা সরতে পারে ওয়ানপ্লাস ফোল্ডেবল স্মার্টফোনের। এটি চলতে পারে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম। এটি ওয়ানপ্লাসের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন। এর আগে ২০২২ সালের ডিসেম্বরে বাজারে এসেছিল অপোর ফোল্ডেবল স্মার্টফোন ফাইন্ড এন।

ডিসপ্লেঃ অপোর ফাইন্ড এন ফোনে ব্যবহার করা হয়েছিল ৭.১ ইঞ্চি ১২০ হার্জ ফোল্ডেবল ডিসপ্লে। ফোনের বাইরের দিকে দেখা গিয়েছিল একটি ৫.৪৯ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে। সঙ্গে ছিল ১২ জিবি পর্যন্ত র্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ।এই ফোনের পিছনে ছিল তিনটি ক্যামেরা।

সেলফি ফোলার জন্য এই ফোনের ভেতরের স্ক্রিনের উপরে ৩২ এমপি ক্যামেরা ও বাইরের স্ক্রিনের উপরে ৩২ এম ক্যামেরা দিয়েছিল অপো। সঙ্গে ছিল ৫ হাজার এমএএইচ ব্যাটারি ও ৩৩ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। অনেকেই ধারণা করছেন অপোর ফাইন্ড এনের সদৃশ কোনো ফোল্ডেবল স্মার্টফোনই আনতে পারে ওয়ানপ্লাস।

ক্যামেরাঃ Sony Xperia 1 V স্মার্টফোনের সামনে অভিনব ultra-micro-hole এর সেলফি ক্যামেরা থাকতে পারে। সনি প্রায় পুরোপুরি bezel-less ডিজাইনের স্মার্টফোন বাজারে ছাড়ার পরিকল্পনা করছে বলে ইন্টারনেটে তথ্য ফাঁস হয়েছে।

এজন্য সেলফি ক্যামেরায় আল্ট্রা মাইক্রো হোলের ফিচার রাখা হতে পারে। bezel-less ডিজাইন যেন বাস্তবায়ন করা যায় সেজন্য কোন নচ বা পাঞ্চ-হোল ডিজাইন রাখা হবে না। সনির হ্যান্ডসেটে মডেলের নাম Xperia 1 V। বাজারে এত কম bezel এর স্মার্টফোন তেমন পাওয়ার সম্ভাবনা নেই।

sony Xperia 1 V এ আন্ডার ডিসপ্লে ক্যামেরা অপশন থাকবে। এ হ্যান্ডসেটে সেলফি ক্যামেরা এবং যেসব অভিনব নতুন ফিচার নিয়ে আসবে তা সাধারণত অন্যকোন স্মার্টফোনে দেখা যায় না।সনির পাশাপাশি গুগল পিক্সেল ফোল্ড ডিভাইসে আলট্রা মাইক্রো হোলের সেলফি ক্যামেরা থাকতে পারে। ইন্টারনেটে ফাস হওয়া তথ্য থেকে সনির এ স্মার্টফোন সম্পর্কে খবর পাওয়া যায়।

সনি এখনো কনফার্ম করেনি যে তাদের এই স্মার্টফোনটি বাজারে আসবে। জাপানের এই কোম্পানি প্রযুক্তির মার্কেটে বিখ্যাত জনপ্রিয়। এর আগে তারা অনেক ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে বের করেছে। আগ্রহী কাস্টমাররা সনির কাছ থেকে নতুন স্টাইলের স্মার্টফোন বাজারে দেখতে চায় যেখানে নতুনত্ব থাকবে।

বন্ধুরা এই ছিল আজকের পোস্ট। এ রকমই নতুন নতুন পোস্ট পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে থাকুন পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। ওয়ানপ্লাস মোবাইল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top