কোপা আমেরিকা আর্জেন্টিনা সময়সূচি! হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন। শুরু হয়ে গেছে ফুটবল বিশ্বে কোপা আমেরিকার দামামা। যারা আর্জেন্টিনা ফ্যান ফলোয়ার রয়েছে তারা সকলি এবারও লিওনেল মেসির উপরেই ভরসা রাখবে। কারণ ২০২১ কোপা আমেরিকায় লিওনেল মেসির অনবদ্য পারফরমেন্সের কারণে দীর্ঘ ৩৬ বছরের শিরোপার অভাব পূরণ করতে পেরেছে দলটি।
আর তাই ২০২৪ কোপা আমেরিকায় লিওনেল মেসির উপরেই সবার অনেক বেশি প্রত্যাশা থাকবে। আজকে আমরা এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো ২০২৪ কোপা আমেরিকায় আর্জেন্টিনা সময়সূচি এবং লাইভ খেলা দেখার উপায় সম্পর্কে। তাহলে চলুন শুরু করি্,,,,,
কোপা আমেরিকায় দলের সংখ্যা ও গ্রুপ সংখ্যা
কোপা আমেরিকা হল ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রাচীনতম একটি টুর্নামেন্ট। যার বর্তমান বয়স ১০৮ বছর। আর এই টুর্নামেন্টটি অতীতে অল্পসংখ্যক দল নিয়ে আয়োজন করা হলেও বর্তমানে এখানে মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। আর এই দলগুলোকে মোট ৪টি গ্রুপে ভাগ করা হয়। নিচে দলের সংখ্যা এবং গ্রুপ সংখ্যা দেওয়া হল।
দল সংখ্যা
- আর্জেন্টিনা (Argentina),
- বলিভিয়া (Bolivia),
- ব্রাজিল (Brazil),
- চিলি (Chile),
- কলম্বিয়া (Colombia),
- ইকুয়েডর (Ecuador),
- প্যারাগুয়ে (Paraguay),
- পেরু (Peru),
- উরুগুয়ে (Uruguay),
- ভেনেজুয়েলা (Venezuela),
- ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো/কানাডা।
- জামাইকা।
- মেক্সিকো
- আমেরিকা
- পানামা
- কোস্টারিকা/হন্ডুরাস।
গ্রুপ সংখ্যা
- গ্রুপ এ– আর্জেন্টিনা, চিলি, পেরু, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো/কানাডা।
- গ্রুপ বি- মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা, জামাইকা।
- গ্রুপ সি-আমেরিকা, উরুগুয়ে, পানামা, বলিভিয়া।
- গ্রুপ ডি- ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, কোস্টারিকা/হন্ডুরাস।
আর্জেন্টিনা দলের সময়সূচি ও ভেন্যু
বন্ধুরা কোপা আমেরিকা ১৯১৬ সাল থেকে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল প্রতি এক বছর পরপর আয়োজন করে থাকে। যদিও অতীতে এই টুর্নামেন্টটি ৪ বছর পরপর আয়োজন করা হতো। আর এই টুর্নামেন্টে অতীতে ৮টি দল, ১০টি দল এবং সর্বশেষ সংযোজনে ১৬ টি দল অংশগ্রহণ করতে পারে।
আর এই টুর্নামেন্টে প্রতিটি দলকে মোট ৪টি গ্রুপে ভাগ করে টুর্নামেন্ট শুরু করা হয়। যেখান থেকে প্রতি গ্রুপে দুটি করে দল নকআউট পর্বে অংশগ্রহণ করে। এরপর পর্যায়ক্রমে ফাইনালে দুটি দল একে অপরের মোকাবেলা করে। আমরা চলুন জেনে নেই ২০২৪ কোপা আমেরিকার জন্য আর্জেন্টিনার সময়সূচি ও ভেন্যু সম্পর্কে।
কোপা আমেরিকা ২০২৪ আর্জেন্টিনা সময়সূচি
ম্যাচ |
তারিখ |
ভেন্যু |
আর্জেন্টিনা বনাম প্লে-অফ বিজয়ী |
২০ জুন ২০২৪ | মার্সিডিস-বেঞ্জ স্টেডিয়াম |
পেরু বনাম চিলি | ২১ জুন ২০২৪ |
এটিএন্ডটি স্টেডিয়াম |
চিলি বনাম আর্জেন্টনা |
২৫ জুন ২০২৪ | মেটলাইফ স্টেডিয়াম |
পেরু বনাম প্লে-অফ বিজয়ী | ২৫ জুন ২০২৪ |
চিলড্রেন’স মার্সি পার্ক |
আর্জেন্টিনা বনাম পেরু |
২৯ জুন ২০২৪ | হার্ড রক স্টেডিয়াম |
প্লে-অফ বিজয়ী বনাম চিলি | ২৯ জুন ২০২৪ |
এক্সপ্লোরিয়া স্টেডিয়াম |
প্লে অফ থেকে ওঠে দল কানাডা অথবা ত্রিনিদাদ এন্ড টোবাগো যোগ দেবে এই গ্রুপে
কোয়ার্টার ফাইনাল সময়সূচি
ম্যাচ |
তারিখ |
ভেন্যু |
গ্রুপ ‘এ’ বিজয়ী বনাম গ্রুপ ‘বি’ রানারআপ |
৪ জুলাই ২০২৪ | এনআরজি স্টেডিয়াম |
গ্রুপ ‘বি’ বিজয়ী বনাম গ্রুপ ‘এ’ রানারআপ | ৫ জুলাই ২০২৪ |
এটিএন্ডটি স্টেডিয়াম |
গ্রুপ ‘সি’ বিজয়ী বনাম গ্রুপ ‘ডি’ রানারআপ |
৬ জুলাই ২০২৪ | অ্যালিজায়ান্ট স্টেডিয়াম |
গ্রুপ ডি বিজয়ী বনাম গ্রুপ ‘সি’ রানারআপ | ৬ জুলাই ২০২৪ |
স্টেটফার্ম স্টেডিয়াম |
সেমিফাইনাল সময়সূচি
ম্যাচ |
তারিখ |
ভেন্যু |
কোয়ার্টার ফাইনাল ‘১’ বিজয়ী বনাম কোয়ার্টার ফাইনাল ‘২’ বিজয়ী |
৯ জুলাই ২০২৪ | মেটলাইফ স্টেডিয়াম |
কোয়ার্টার ফাইনাল ‘৩’ বিজয়ী বনাম কোয়ার্টার ফাইনাল ‘৪’ বিজয়ী | ১০ জুলাই ২০২৪ |
ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম |
তৃতীয় স্থান নির্ধারণ সময়সূচি
ম্যাচ | তারিখ |
ভেন্যু |
সেমিফাইনাল ‘১’ পরাজিত দল বনাম সেমিফাইনাল ‘২’ পরাজিত দল | ১৩ জুলাই ২০২৪ |
ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম |
ফাইনাল সময়সূচি
ম্যাচ |
তারিখ | ভেন্যু |
সেমিফাইনাল ‘১’ বিজয়ী বনাম সেমিফাইনাল ‘২’ বিজয়ী | ১৪ জুলাই, ২০২৪ |
হার্ড রক স্টেডিয়াম |
কোপা আমেরিকা আর্জেন্টিনা স্কোয়াড
কোপা আমেরিকা আর্জেন্টিনা সময়সূচি বন্ধুরা যেহেতু কোপা আমেরিকা ২০২৪ শুরু হবে ২০ জুনে। তাই মোটামুটি ভাবে এখনো হাতে অনেক সময় রয়েছে। যে কারণে আর্জেন্টিনা বোর্ড থেকে এখনো চূড়ান্ত দলের স্কোয়াড ঘোষণা করা হয়নি। ঘোষণা করার সঙ্গে সঙ্গেই আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।
কোপা আমেরিকা ২০২৪ লাইভ স্ট্রিমিং
কোপা আমেরিকা যদিও একটি নির্দিষ্ট অঞ্চল ভিত্তিক টুর্নামেন্ট। তবুও এই টুর্নামেন্টের চাহিদা পুরো বিশ্বব্যাপী অনেক। তাই বিভিন্ন দেশ বা অঞ্চল থেকে ফুটবলপ্রেমী ভক্তরা এই টুর্নামেন্টটি দেখার জন্য অধীর অপেক্ষায় অপেক্ষমান থাকে। আমরা এরকমই কিছু দেশ বা অঞ্চলের টিভি চ্যানেলের নাম উল্লেখ করেছিলাম। যেখানে আপনি চাইলেই আপনার ঘরে বসে ২০২৪ কোপা আমেরিকা লাইভ স্ট্রিমিং দেখতে পারেন।
দেশ |
টিভি চ্যানেলের নাম |
Bangladesh |
T Sports |
India |
Sony Sport Network |
Latin America |
DirecTV Sports (All matches) |
Canada |
Univision Canada (Spanish) |
United States |
Fox Sports (English); Univision (Spanish) |
Finland |
Viasat |
France |
beIN Sports |
Germany |
Sat.1, Kabel eins |
Italy |
Sky Italia |
Malaysia |
Astro |
Myanmar |
Sky Net |
Singapore |
StarHub TV, Singtel TV |
United Kingdom |
Premier Sports |
কোপা আমেরিকা আর্জেন্টিনা চ্যাম্পিয়ন লিস্ট
আর্জেন্টিনা সর্বমোট ১৫ বার কোপা আমেরিকা জয়লাভ করেছে। যেখানে উরুগুয়ের সঙ্গে আর্জেন্টিনা শীর্ষস্থানে অবস্থান করছে। আর্জেন্টিনা একমাত্র দেশ যারা টানা তিনবার কোপা আমেরিকা জিতে হ্যাটট্রিক করে। এছাড়াও আর্জেন্টিনা প্রতিবারই টানা দুইবার করে কোপা আমেরিকা জেতার যোগ্যতা অর্জন করে। নিচে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন লিস্ট দেওয়া হল।
সাল |
আয়োজক দেশ | তৃতীয় স্থান | রানার-আপ |
বিজয়ী |
১৯২১ |
আর্জেন্টিনা | উরুগুয়ে | ব্রাজিল | আর্জেন্টিনা |
১৯২৫ | আর্জেন্টিনা | প্যারাগুয়ে | ব্রাজিল |
আর্জেন্টিনা |
১৯২৭ |
পেরু | পেরু | উরুগুয়ে | আর্জেন্টিনা |
১৯২৯ | আর্জেন্টিনা | উরুগুয়ে | প্যারাগুয়ে |
আর্জেন্টিনা |
১৯৩৭ |
আর্জেন্টিনা | উরুগুয়ে | ব্রাজিল | আর্জেন্টিনা |
১৯৪১ | চিলি | চিলি | উরুগুয়ে |
আর্জেন্টিনা |
১৯৪৫ |
চিলি | চিলি | ব্রাজিল | আর্জেন্টিনা |
১৯৪৬ | আর্জেন্টিনা | প্যারাগুয়ে | ব্রাজিল |
আর্জেন্টিনা |
১৯৪৭ |
ইকুয়েডর | উরুগুয়ে | প্যারাগুয়ে | আর্জেন্টিনা |
১৯৫৩ | পেরু | উরুগুয়ে | ব্রাজিল |
আর্জেন্টিনা |
১৯৫৫ |
চিলি | পেরু | চিলি | আর্জেন্টিনা |
১৯৫৭ | পেরু | উরুগুয়ে | ব্রাজিল |
আর্জেন্টিনা |
১৯৫৯ |
আর্জেন্টিনা | প্যারাগুয়ে | ব্রাজিল | আর্জেন্টিনা |
১৯৯১ | চিলি | চিলি | ব্রাজিল |
আর্জেন্টিনা |
১৯৯৩ |
ইকুয়েডর | কলম্বিয়া | ম্যাক্সিকো | আর্জেন্টিনা |
২০২১ | ব্রাজিল | কলম্বিয়া | ব্রাজিল |
আর্জেন্টিনা |