কোপা আমেরিকা ব্রাজিল সময়সূচি! হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন। ফুটবল বিশ্ব উন্মাদনার নতুন দিগন্ত হল কোপা আমেরিকা। টুর্নামেন্টটিতে যেখানে সর্বমোট ১৬টি দল অংশগ্রহণ করে।
আর এই টুর্নামেন্টটি প্রতি এক বছর পর পর দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল আয়োজন করে থাকে। আজকে আমরা ব্রাজিল ভক্তদেরকে জানাবো ২০২৪ কোপা আমেরিকা ব্রাজিল সময়সূচি, স্কোয়াড এবং কিভাবে বিভিন্ন দেশ বা অঞ্চল থেকে কোপা আমেরিকা লাইভ স্ট্রিমিং দেখা যায় সেই সম্পর্কে। যারা ব্রাজিল ভক্ত রয়েছেন তাদের জন্য আজকের পোস্টটি হতে চলেছে অত্যন্ত এক্সক্লুসিভ।
কোপা আমেরিকা ২০২৪ অংশগ্রহণকারী দল ও গ্রুপ
এবারের কোপা আমেরিকায় ১৬ টি দল অংশগ্রহণ করবে। নিচে ১৬টি দলের নাম দেওয়া হলো এবং গ্রুপ দেওয়া হলো।
- আর্জেন্টিনা (Argentina),
- বলিভিয়া (Bolivia),
- ব্রাজিল (Brazil),
- চিলি (Chile),
- কলম্বিয়া (Colombia),
- ইকুয়েডর (Ecuador),
- প্যারাগুয়ে (Paraguay),
- পেরু (Peru),
- উরুগুয়ে (Uruguay),
- ভেনেজুয়েলা (Venezuela),
- ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো/কানাডা।
- জামাইকা।
- মেক্সিকো
- আমেরিকা
- পানামা
- কোস্টারিকা/হন্ডুরাস।
- গ্রুপ এ– আর্জেন্টিনা, পেরু, চিলি, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো/কানাডা।
- গ্রুপ বি- মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা, জামাইকা।
- গ্রুপ সি-আমেরিকা, উরুগুয়ে, পানামা, বলিভিয়া।
- গ্রুপ ডি- ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, কোস্টারিকা/হন্ডুরাস।
কোপা আমেরিকা ২০২৪ ব্রাজিল দলের সময়সূচি
কোপা আমেরিকায় ১৬ টি দলকে মোট ৪টি গ্রুপে ভাগ করে টুর্নামেন্টটি শুরু করা হয়। আর এই চারটি গ্রুপ থেকে ৮টি দল নকআট পর্বে অংশগ্রহণ করে। এরপর পর্যায়ক্রমে সেমিফাইনাল ও ফাইনালে দুটি দল একে অপরের মোকাবেলা করে। ২০২১ কোপা আমেরিকা আর্জেন্টিনা ব্রাজিলকে এক শূন্য গোলে হারিয়ে ১৫ তম শিরোপা জিতে। নিচে ব্রাজিলের সময়সূচি ও ভেন্যু দেওয়া হলো।
কোপা আমেরিকা ২০২৪ ‘ব্রাজিল ‘ সময়সূচি
ম্যাচ |
তারিখ |
ভেন্যু |
ব্রাজিল বনাম প্লে-অফ বিজয়ী |
২৪ জুন ২০২৪ | সোফি স্টেডিয়াম |
কলম্বিয়া বনাম প্যারাগুয়ে | ২৪ জুন ২০২৪ |
এনআরজি স্টেডিয়াম |
কলম্বিয়া বনাম প্লে-অফ বিজয়ী |
২৮ জুন ২০২৪ | স্টেটফার্ম স্টেডিয়াম |
প্যারাগুয়ে বনাম ব্রাজিল | ২৮ জুন ২০২৪ |
অ্যালিজায়ান্ট স্টেডিয়াম |
প্লে-অফ বিজয়ী বনাম প্যারাগুয়ে |
২ জুলাই ২০২৪ | কিউটু স্টেডিয়াম |
ব্রাজিল বনাম কলম্বিয়া | ২ জুলাই ২০২৪ |
লিভাই’স স্টেডিয়াম |
প্লে অফ থেকে ওঠে দল কোস্টারিকা অথবা হন্ডুরাস যোগ দেবে এই গ্রুপে
কোয়ার্টার ফাইনাল সময়সূচি
ম্যাচ | তারিখ |
ভেন্যু |
গ্রুপ ‘এ’ বিজয়ী বনাম গ্রুপ ‘বি’ রানারআপ |
৪ জুলাই ২০২৪ | এনআরজি স্টেডিয়াম |
গ্রুপ ‘বি’ বিজয়ী বনাম গ্রুপ ‘এ’ রানারআপ | ৫ জুলাই ২০২৪ |
এটিএন্ডটি স্টেডিয়াম |
গ্রুপ ‘সি’ বিজয়ী বনাম গ্রুপ ‘ডি’ রানারআপ |
৬ জুলাই ২০২৪ | অ্যালিজায়ান্ট স্টেডিয়াম |
গ্রুপ ডি বিজয়ী বনাম গ্রুপ ‘সি’ রানারআপ | ৬ জুলাই ২০২৪ |
স্টেটফার্ম স্টেডিয়াম |
সেমিফাইনাল সময়সূচি
ম্যাচ |
তারিখ |
ভেন্যু |
কোয়ার্টার ফাইনাল ‘১’ বিজয়ী বনাম কোয়ার্টার ফাইনাল ‘২’ বিজয়ী |
৯ জুলাই ২০২৪ | মেটলাইফ স্টেডিয়াম |
কোয়ার্টার ফাইনাল ‘৩’ বিজয়ী বনাম কোয়ার্টার ফাইনাল ‘৪’ বিজয়ী | ১০ জুলাই ২০২৪ |
ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম |
তৃতীয় স্থান নির্ধারণ সময়সূচি
ম্যাচ |
তারিখ |
ভেন্যু |
সেমিফাইনাল ‘১’ পরাজিত দল বনাম সেমিফাইনাল ‘২’ পরাজিত দল | ১৩ জুলাই ২০২৪ |
ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম |
ফাইনাল সময়সূচি
ম্যাচ |
তারিখ | ভেন্যু |
সেমিফাইনাল ‘১’ বিজয়ী বনাম সেমিফাইনাল ‘২’ বিজয়ী | ১৪ জুলাই, ২০২৪ |
হার্ড রক স্টেডিয়াম |
২০২৪ কোপা আমেরিকা ব্রাজিল দলের স্কোয়াড
এখনো স্কোয়াড ঘোষণা হয়নি।
কোপা আমেরিকা ব্রাজিল চ্যাম্পিয়ন লিস্ট
কোপা আমেরিকায় ব্রাজিল এখন পর্যন্ত মোট ৯টি শিরোপা জিতেছে নিজে কোপা আমেরিকা ব্রাজিল দলের চ্যাম্পিয়ন লিস্ট দেওয়া হল।
সাল |
আয়োজক দেশ | তৃতীয় স্থান | রানার-আপ | বিজয়ী |
১৯১৯ | ব্রাজিল | আর্জেন্টিনা | উরুগুয়ে |
ব্রাজিল |
১৯২২ |
ব্রাজিল | উরুগুয়ে | প্যারাগুয়ে | ব্রাজিল |
১৯৪৯ | ব্রাজিল | পেরু | প্যারাগুয়ে |
ব্রাজিল |
১৯৮৯ |
ব্রাজিল | আর্জেন্টিনা | উরুগুয়ে | ব্রাজিল |
১৯৯৭ | বলিভিয়া | ম্যাক্সিকো | বলিভিয়া |
ব্রাজিল |
১৯৯৯ |
প্যারাগুয়ে | ম্যাক্সিকো | উরুগুয়ে | ব্রাজিল |
২০০৪ | পেরু | প্যারাগুয়ে | আর্জেন্টিনা |
ব্রাজিল |
২০০৭ |
ভেনেজুয়েলা | ম্যাক্সিকো | আর্জেন্টিনা | ব্রাজিল |
২০১৯ | ব্রাজিল | আর্জেন্টিনা | পেরু |
ব্রাজিল |
কোপা আমেরিকা লাইভ স্ট্রিমিং অল ম্যাচেস
আমরা অনেকেই রয়েছি কোপা আমেরিকা দেখার জন্য বিভিন্ন ধরনের টিভি চ্যানেলের অনুসন্ধান করে থাকি। আজকে আমরা এরকমই বিভিন্ন দেশ থেকে কিভাবে সরাসরি কোপা আমেরিকা ২০২৪ দেখা যায় তার একটি টিভি চ্যানেল তালিকা করেছি। নিচে তা দেওয়া হল,
দেশ |
টিভি চ্যানেলের নাম |
Bangladesh |
T Sports |
India |
Sony Sport Network |
Latin America |
DirecTV Sports (All matches) |
Canada |
Univision Canada (Spanish) |
Germany |
Sat.1, Kabel eins |
Italy |
Sky Italia |
Malaysia |
Astro |
Netherlands |
Fox Sports Netherlands, NOS |
New Zealand |
Sky Sport |
Singapore |
StarHub TV, Singtel TV |
United Kingdom |
Premier Sports |