ভ্যালেন্টাইন্স ডে ছন্দ! বলা হয়ে থেকে ভালোবাসা ঈশ্বর প্রদত্ত। আর এই ভালোবাসা দিবসে প্রেমিক-প্রেমিকারা একে অপরকে বিভিন্ন উপায়ে শুভেচ্ছা জানিয়ে থাকে।
আজকে আমরা ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সবচেয়ে জনপ্রিয় এবং সুন্দর কিছু ভালোবাসার ছন্দ নিয়ে এসেছি। যে ছন্দগুলো আপনি আপনার প্রিয়জনের মাঝে শেয়ার করতে পারেন। আর এসব ছন্দের মাধ্যমে আমরা আশা করি আপনার প্রিয়জন আরো অনেক বেশি আনন্দিত হবে। তাহলে চলুন কথা না বাড়ি শুরু করি আজকের পোষ্টটী।
প্রেমিক অথবা প্রেমিকাকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানানোর উপায়
বিশ্ব ভালোবাসা দিবস মানেই প্রেমিক-প্রেমিকারা একে অপরকে শুভেচ্ছা জানাবে এটাই স্বাভাবিক। আর এই দিনে প্রেমিক প্রেমিকা যুগল একে অপরকে অনেক বেশি সময় দিয়ে থাকে এবং তারা বিভিন্নভাবে এই দিনটি উদযাপন করে। বিশেষ করে একে অপরকে সবচেয়ে মূল্যবান এবং সেরা উপহার দিয়ে এই দিনটি তারা শুরু করে।
পাশাপাশি এই দিনটিতে তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়, অথবা কোন একটি ভালো রেস্টুরেন্টে বসে সেই দিনের সেরা খাবারগুলো খেয়ে থাকে। এই দিনটিতে বিশেষ করে প্রেমিকরা প্রেমিকার মন জয় করার জন্য তার অসাধ্য কেউ সাধন করতে চায়। এজন্য প্রেমিক প্রেমিকার কথা মত সকল কাজগুলো করে থাকে।
আর এসব কাজের মাধ্যমে প্রেমিকা অত্যন্ত আনন্দিত হয়। আবার অনেকেই রয়েছে এই দিনটিতে তার প্রিয়জনকে প্রপোজ করে থাকে। আর এজন্য সে ভালোবাসা দিবসের বিভিন্ন ধরনের উপহার সামগ্রী যেমন চকলেট, ভালোবাসা দিবসের উপহার কার্ড সহ অন্যান্য জিনিসপত্র তার প্রেমিক অথবা প্রেমিকাকে গিফট করে।
সবার প্রথমে ভালোবাসা দিবসের শুভেচ্ছা পাঠানো
যেহেতু ১৪ই ফেব্রুয়ারি প্রতি এক বছর পর পর উদযাপিত হয়। তাই নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গেই প্রেমিক-প্রেমিকারা প্রিপারেশন নিতে থাকে তারা কিভাবে তার প্রিয়জনকে খুশি করবে সেই বিষয়ে।
ভ্যালেন্টাইন্স ডে ছন্দ এর বাইরেও তারা বিভিন্ন উপায়ে শুভেচ্ছা জানিয়ে থাকে। আর এই জন্য তারা ১৩ই ফেব্রুয়ারি রাত ১১ঃ৫৯ মিনিটে মোবাইলের মাধ্যমে অথবা অন্য কোন মাধ্যমে সবার প্রথমে তার প্রিয়জনকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা পাঠিয়ে থাকে। আর এ ভালোবাসা দিবসের শুভেচ্ছা পাঠানোর মাধ্যমে তারা একে অপরকে আরও বেশি কাছে পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে। আর বর্তমান সময়ে এই বিষয়টি একটি কমন হয়ে দাঁড়িয়েছে যেখানে ভালোবাসার যুগলরা একে অপরকে শুভেচ্ছা জানায়।
ভ্যালেন্টাইন্স ডে ছন্দ ২০২৪
বন্ধুরা আজকে আমরা ১৪ই ফেব্রুয়ারি উপলক্ষে কিছু মন জয় করা ছন্দ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে ছন্দগুলো আপনি আপনার প্রিয়জনকে শেয়ার করতে পারেন। আর এসব ছন্দের মাধ্যমে আপনি চাইলেই সবার প্রথমে আপনার প্রিয়জনকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাতে পারেন। তাহলে চলুন জেনে নেই মন জয় করার ছন্দ গুলো।
যত দূরে যাওনা তুমি থাকবো তোমার পাশে
যেমন করে বৃষ্টির ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে
সকল কষ্ট মুছে দেবো তোমার, দেবো আমার মুখের হাসি
হৃদয় থেকে বলছি তোমায়, অনেক অনেক ভালোবাসি
>>>>>আই লাভ ইউ প্রিয়<<<<<
মিষ্টি হেসে কথা বলে আমায় পাগল করে দিলে
তোমায় নিয়ে হারিয়ে যাবো ঐ আকাশের নীলে
তোমার জন্য আমার মনে অফুরন্ত আশা
সারা জীবন পেতে চাই তোমার এই ভালবাসা
**<><>****** হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ২০২৪ *****<><><**
খুঁজিনি অন্য কারো মন, তোমার মন পাবো বলে
ধরিনি কারো হাত, তোমার এই হাত ধরবো বলে
হাঁটিনি কারো সাথে, তোমায় সাথে নিয়ে হাঁটবো বলে
বাসিনি কাউকে ভাল শুধু তোমাকে ভালোবাসবো বলে
+*+*+*+*+* ভালোবাসি প্রিয় +*+*+*+*+*
ভালোবাসা দিবসের সেরা মেসেজ ২০২৪
মন দেখে ভালোবাসিও ধন দেখে নয়
গুন দেখে প্রেম করিও করো রুপ দেখে নয়
রাতের বেলায় সপ্ন দেখিও দিনের বেলায় নয়
একজনকে ভালোবাসিও দশ জনকে নয়
>>>>>> হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ২০২৪ <<<<<<
ভালবাসার মানুষ যতো দূরেই থাকুকনা কেনো
কখনো মনে হবে না সে দূরে আছে
কারন যদি সে অনুভবে মিশে থাকে
>>>>>মিস ইউ প্রিয়<<<<<
ভালবাসা মানে মন আর আবেগের পাগলামি
ভালবাসা মানে মিছা মিছি কিছুটা দুষ্টামি
ভালবাসা মানে শুধুই কল্পনাতে ডুবে থাকা
ভালবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়াটাকে দেখা
<<<Happy Valentine’s Day>>>
ভালোবাসা এক মানেই অদ্ভুত অনুভূতি
যখন ছেলেটি বুঝে ঠিক তখন মেয়েটি বুঝে না
যখন মেয়েটি বুঝে তখন আবার ছেলেটি বুঝে না
আর যখন উভয়ই বুঝে তখন পুরো দুনিয়াটাই বোঝে না
“””””হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ২০২৪”””””
ভালোবাসা দিবসের সেরা উক্তি ২০২৪
প্রেম মানে এক সুখ পাখি
পুষতে হয় বুক নামে খাঁচায়
সেই প্রেমি পৃথিবীতে কাউকে হাসায়
আবার কাউকে অঝরে কাদায়
>>><”<”<”<”<”ভালোবাসা দিবসের শুভেচ্ছা>”>”>”>”<<<
যদি ভালোবাসা বিশেষ কিছু বিষয়ের উপর নির্ভর করে গড়ে ওঠে
তাহলে সেই বিশেষ কিছু বিষয় হারিয়ে গেলে ভালোবাসাও হারিয়ে যায়
কিন্তু যে ভালবাসা কখনই কোন কিছুর উপরই নির্ভর করেনা
সেটাই চির জীবনের জন্য থেকে যায়
এটাকেই হয়তো বলে “স্বার্থহীন ভালবাসা”
><<<<অমর হোক সকলের ভালোবাসা>><><>
ভালোবাসা দিবসের সেরা পিকচার ২০২৪
