সাধারনত এস এস সি পরীক্ষার রেজাল্ট শিক্ষা মন্ত্রণালয়ের গুরুত্ব পূর্ন বৈঠকের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। সেক্ষেত্রে দেখতে গেলে পরীক্ষার রেজাল্ট শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম অনুসারে ৯০ দিনের মধ্যে প্রকাশ করা হয়ে থাকে।
কিন্তু এ বছর মহামারি করোনার কারনে পরীক্ষা দেড়ীতে অনুষ্ঠিত হয়েছে । পরীক্ষা দেড়ীতে অনুষ্ঠিত হলেও পরীক্ষার রেজাল্ট তাড়াতাড়ি প্রকাশিত হবে। এ বছর ডিসেম্বর মাসে ফলাফল প্রকাশ করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় প্রঙ্গাপন জারি করেছে।
এছাড়া পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে শির্ক্ষাথীরা নানান ভাবে রেজাল্ট নেওয়ার চেষ্টা করতে থাকে । এতে করে নানান রকম সমস্যা তৈরি হতে পারে । সেক্ষেত্রে অফিসিয়াল সাইটে গিয়ে রেজাল্ট নেওয়া দরকার ।
এস এস সি রেজাল্ট কবে প্রকাশিত হবে?
এ বছর বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা দেড়ীতে অনুষ্ঠিত হয়েছিল । ঠিক সে কারনে রেজাল্ট দেড়ী করে প্রকাশিত হওয়ার কথা । এস এস সি রেজাল্ট ২০২২ মহামারি করোনার কারনে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা ও রেজাল্ট শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নতুন ভাবে প্রকাশ করা হবে।পরীক্ষার রেজাল্ট প্রচলিত নিয়ম অনুসারে হয়ে আসে । পরীক্ষার রেজাল্ট ৬০ থেকে ৯০ দিনের মধ্যে হয়ে থাকে । কিন্তু মহামারির কারনে পরীক্ষা দেড়ীতে হওয়ায় রেজাল্ট পরীক্ষা শেষের ৩০ দিনের মধ্যে প্রকাশ করার কথা। সে ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় চুড়ান্ত বৈঠকে এ সিদ্ধান্ত প্রকাশ করেছে।
অর্থ্যাৎ পরীক্ষার রেজাল্ট ২৮ তারিখের মধ্যে প্রকাশিত হওয়ার কথা বলা হয়েছে। রেজাল্ট প্রকাশিত হওয়ার পরপরে আপনারা অফিসিয়াল যে ওয়েবসাইটটি দেওয়া আছে সেখান থেকে আপনার কাক্ষিত রেজাল্ট সহ মার্কশীট ডাউনলোড করতে পারেন।
পরীক্ষার রেজাল্ট দেখার সঠিক নিয়মাবলি-
রেজাল্ট প্রকাশিত হওয়ার দিন শিক্ষার্থীরা অনেক উৎসাহের সহিত তাদের রেজাল্ট দেখতে যায়। তারা তাদের রেজাল্ট সবার আগে দেখার জন্য নানা ভাবে চেষ্টা করে থাকে। কিন্তু ব্যর্থ হয়। কারন সেদিন সবাই এক সাথে রেজাল্ট দেখতে থাকার কারনে নেট অনেক জাম থাকে । সে কারনে শিক্ষার্থীরা হতাশাবোধ করে।
সে কারনে যা করনীয় শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল যে ওয়েবসাইট দেওয়া আছে সেখান থেকে অতি তারাতারি শিক্ষার্থীরা তাদের রেজাল্ট পেয়ে যেতে পারে।
এস এস সি রেজাল্ট মার্কসীট সহ কোন কোন মাধ্যমে পাবে-
এস এস সির রেজাল্ট পাবলিষ্ট হওয়ার পর আপনি মোবাইলের এসএমএসের মাধ্যমে পাবেন। এছাড়া ইন্টারনেটের মাধ্যমে রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট এর অনুসন্ধান করতে হবে তাহলে আপনি অবশ্যই আপনার রেজাল্ট এবং মার্কশীট দুটোই পেয়ে যাবেন।
মোবাইল এসএমএসের মাধ্যমে কিভাবে রেজাল্ট পিাবেন?
- প্রথমে মোবাইল অপশনে গিয়ে লিখতে হবে পরীক্ষার নাম ইংরেজিতে বড় হাতের অক্ষরে। যেমনঃ এস এস সি তারপর স্পেস দিতে হবে।
- শিক্ষা র্বোডের নাম প্রথম তিন অক্ষর ইংরেজিতে বড় হাতের অক্ষরে । যেমনঃ দিনাজপুর হলে DIN লিখে একটি স্পেস দিতে হবে।
- ইংরেজি সংখ্যায় রোল নাম্বার দিতে হবে তারপর স্পেস ।
- ইংরেজিতে পরীক্ষার বছর যেমনঃ ২০২৪
এরপর যে কোন মোবাইল অপারেটর থেকে পাঠিয়ে দিন।
উদাহরণঃ SSC<স্পেস>DIN<স্পেস>321245<স্পেস>2024 Send to 16222।
সকল বোর্ডের রেজাল্ট এর লিংক গুলো নিচে দেওয়া হল-
- এস এস সি পরীক্ষার রেজাল্ট -ঢাকা বোর্ডঃ DHA
- এস এস সি পরীক্ষার রেজাল্ট- চট্রগ্রাম বোর্ডঃ CHI
- এস এস সি পরীক্ষার রেজাল্ট- বরিশাল বোর্ডঃ BRA
- এস এস সি পরীক্ষার রেজাল্ট- খুলনা বোর্ডঃ KUL
- এস এস সি পরীক্ষার রেজাল্ট-সিলেট বোর্ডঃ SYL
- এস এস সি পরীক্ষার রেজাল্ট-রাজশাহী বোর্ডঃ RAJ
- এস এস সি পরীক্ষার রেজাল্ট-যশোর বোর্ডঃ JES
- এস এস সি পরীক্ষার রেজাল্ট-দিনাজপুর বোর্ডঃ DIN
- এস এস সি পরীক্ষার রেজাল্ট-কুমিল্লা বোর্ডঃ COM
- এস এস সি পরীক্ষার রেজাল্ট- মাদ্রাসা বোর্ডঃ MAD
- এস এস সি পরীক্ষার রেজাল্ট- কারিগরি বোর্ডঃTEC
বোর্ড চ্যালেঞ্জ-
যে সকল শিক্ষার্থীরা রেজাল্ট পাওয়ার পর মোটেও খুশি না তাদের জন্য এই বোর্ড চ্যালেঞ্জ। সেক্ষেত্রে শিক্ষার্থীদেরকে অবশ্যই রেজল্টের ৭ দিনের মধ্যে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে। তাহলে সঠিক রেজাল্ট পেতে পারেন।