রাজস্থান রয়্যালস প্লেয়ার তালিকা ২০২৪! রাজস্থান রয়্যালস হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গোলাপি নগরী খেত জয়পুরের প্রতিনিধিত্বকারী একটি ক্রিকেট ফ্রাঞ্চাইজি।
যেটি ২০০৮ সাল থেকে আইপিএলে অংশগ্রহণ করে আসছে। দলটির বর্তমান ব্রান্ড ভ্যালু ৫১৩ কোটি রুপি। যা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যান্য ফ্রাঞ্চাইজির চেয়ে সপ্তম তম অবস্থানে রয়েছে। দলটি সর্বপ্রথম ২০০৮ সালে আইপিএল শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়েছে।
এরপর দীর্ঘ সময়ের জন্য তারা নিজেদেরকে মেলে ধরতে পারেনি। কিন্তু সর্বশেষ ২০২২ সালে তারা পুনরায় আইপিএলের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। দুঃখের বিষয় ২০২২ সালে তারা উদয়মান দল গুজরাট টাইটানসের কাছে অবিশ্বাস্যভাবে হেরে যায় এবং রানার্সআপ হয়। আজকে আমরা ২০২৪ সালের আইপিএল এর জন্য রাজস্থান রয়্যালস স্কোয়াড ও সময়সূচী সম্পর্কে জানব।
২০২৪ আইপিএলে রাজস্থান রয়্যালস স্কোয়াড
২০২৪ আইপিএল এর জন্য রাজস্থান রয়্যালস তাদের শিবিরে ২০ জন খেলোয়ারকে ভিরিয়েছে। রাজস্থান রয়্যালস প্লেয়ার তালিকা ২০২৪ যেখানে সাঞ্জু স্যামসনকে অধিনায়ক করে দলে ভেড়ানো হয়েছে জস বাটলার, শিমরন হেটমায়ার সহ অন্যান্য তারকা খেলোয়াড়দেরকে। চলুন জেনে নেই রাজস্থান রয়্যালস স্কোয়াড।
- সাঞ্জু স্যামসন (অধিনায়ক),
- জস বাটলার,
- শিমরন হেটমায়ার,
- যশস্বী জায়সাওয়াল,
- ধ্রুব জুরেল,
- রায়ান পরাগ,
- ডোনোভন ফেরেইরা,
- কুণাল রাঠোর,
- রবিচন্দ্রন অশ্বিন,
- কুলদীপ সেন,
- নবদীপ সাইনি,
- প্রসিধ কৃষ্ণা,
- সন্দীপ শর্মা,
- ট্রেন্ট বোল্ট,
- যুবেন্দ্র চাহাল,
- অ্যাডাম জাম্পা,
- আভেষ খান,
- রভম্যান পাওয়েল,
- শিভাম দুবে,
- টম কোহলার-ক্যাডমোর
আইপিএল ২০২৪ রাজস্থান রয়্যালস সময়সূচী
দল |
তারিখ | সময় |
ভেন্যু |
RCB বনাম CSK |
২২ মার্চ, ২০২৪ | রাত্রি 8:00 মিনিট | এম এ চিদাম্বরম স্টেডিয়াম |
RCB বনাম PBKS | ২৫ মার্চ, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট |
এম চিন্নাস্বামী স্টেডিয়াম |
RCB বনাম KKR |
২৯ মার্চ, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট | এম চিন্নাস্বামী স্টেডিয়াম |
RCB বনাম LSG | ০২ এপ্রিল, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট |
এম চিন্নাস্বামী স্টেডিয়াম |
RCB বনাম RCB |
০৬ এপ্রিল, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট | সওয়াই মানসিংহ ইন্ডোর স্টেডিয়াম |
RCB বনাম MI | ১১ এপ্রিল, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট |
মুম্বাই |
RCB বনাম SRH |
১৫ এপ্রিল, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট | বেঙ্গালুরু |
RCB বনাম KKR | ২১ এপ্রিল, ২০২৪ | বিকাল 3:30 মিনিট |
কলকাতা |
RCB বনাম SRH |
২৫ এপ্রিল, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট | হায়দ্রাবাদ |
RCB বনাম GT | ২৮ এপ্রিল, ২০২৪ | বিকাল 3:30 মিনিট |
আহমেদাবাদ |
RCB বনাম GT |
০৪ মে, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট | বেঙ্গালুরু |
RCB বনাম PBKS | ০৯ মে, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট |
ধর্মশালা |
RCB বনাম DC |
১২ মে, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট | বেঙ্গালুরু |
RCB বনাম CSK | ১৮ মে, ২০২৪ | রাত্রি 7:30 মিনিট |
বেঙ্গালুরু |
আইপিএলে রাজস্থান রয়্যালস অর্জন
আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স এখন পর্যন্ত সর্বমোট একবার শিরোপার সাদ নিতে সক্ষম হয়েছে। আর সেটি আইপিএল শুরুর দিকে অর্থাৎ ২০০৮ সালে এরপর দীর্ঘ সময় ধরে তারা আইপিএলে তেমন ভাবে নিজেদেরকে মেলে ধরতে পারেনি। সর্বশেষ তারা ২০২২ সালে আইপিএলে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলেও শেষমেষ রানার্সআপ হয়ে ঘরে ফিরে।
এখন পর্যন্ত আইপিএলে তিনবার প্লে অফ পর্যন্ত খেলার যোগ্যতা অর্জন করেছে। রাজস্থান রয়েলসের নিজস্ব মাঠ শোয়াইমান সিং স্টেডিয়াম জয়পুর। যেখানে একসঙ্গে বসে প্রায় ৩০ হাজার দর্শক খেলা দেখতে পারে। রাজস্থান রয়েলসের তিনটি মালিকানাধীন প্রতিষ্ঠান রয়েছে এগুলো হলো, মনোজ বাদালে (ইমার্জিং মিডিয়া) (৬৫%), লাচলন মুরদচ (১৩%) এবং রেডবার্ড ক্যাপিটার পার্টনার্স।
আইপিএলে ফ্রাঞ্চাইজি বা দল গুলোর আয়ের উৎস
আইপিএলে ফ্রাঞ্চাইজি গুলো বেশ কয়েকটি উপায়ে বিপুল পরিমাণ অর্থ আয় করে। বলা হয়ে থাকে আইপিএলে একটি দল যত টাকা ইনভেস্ট করে তার চেয়েও দিগুনেরও বেশি টাকা আয় করে। আর এইসব টাকা কয়েকটি ধাপে উপার্জন করে দলগুলো। এর প্রধান ধাপগুলো হলো যেমন জার্সি বিক্রি, স্পনসর, টিকিট বিক্রিসহ অন্যান্য।
-
জার্সি বিক্রি
আইপিএল শুধু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হলেও এটি সারা বিশ্বে উন্মাদনার সৃষ্টি করে এবং বিশ্বের কোটি কোটি দর্শক ক্রিকেট প্রেমিক ভক্তরা এই খেলাটি উপভোগ করে থাকে। আর এখানে মোট ১০টি দল অংশগ্রহণ করে।
এই দলগুলো তাদের নিজস্ব অনলাইন প্লাটফর্মসহ বিভিন্ন প্লাটফর্ম গুলোতে ফ্যান ফলোয়ার তৈরি করে নিজেদের দলকে সাপোর্ট দেওয়ার জন্য। আর এসব ফ্যান ফলোয়ার আইপিএলের দলগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য কেউ কেউ জার্সি সংগ্রহ করে, অনেকেই আবার জার্সি গায়ে দিয়ে প্রিয় দলের খেলা উপভোগ করে। আর এভাবেই আইপিএলের দলগুলো জার্সি বিক্রির মাধ্যমে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করে থাকে।
-
স্পনসর
যেহেতু আইপিএল সারাবিশ্বে সম্প্রচার করা হয়। তাই বিশ্বের কোটি কোটি দর্শক এই খেলাটি উপভোগ করে। আর এসব দর্শকের কাছে কোম্পানিগুলো নিজেদের পণ্যগুলোকে উপস্থাপন করার জন্য আইপিএলের দলগুলোকে মাধ্যম বানিয়েছে।
অর্থাৎ আইপিএলে একটি দল কোন কোম্পানির পণ্য জার্সিতে লাগিয়ে মাঠে খেলতে নামলে সেই কোম্পানির কাছ থেকে একটি বিপুল পরিমাণ অর্থ দলগুলো নিয়ে থাকে। আর এর মাধ্যমে আইপিএলের প্রতিটি দল কোটি কোটি টাকা উপার্জন করে।
-
টিকিট বিক্রি
টিকিট বিক্রি থেকে আইপিএলের দলগুলো আরেকটি বিরাট অংশ উপার্জন করে। টিকিট বিক্রির টাকা মূলত তিনটি ভাগ করা করা হয়। যেখানে দুটি ভাগ দল গুলোকে দিয়ে দেওয়া হয়। আর একটি ভাগ বিসিসিআই রেখে দেয়। বলে রাখা ভালো আইপিএলে এক একটি টিকিট ৫০০ রুপি থেকে ৫ হাজার রুপি পর্যন্ত হয়ে থাকে।