এখন মানুষের আবেগ বুঝতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা

কৃত্রিম বুদ্ধিমত্তা

কৃত্রিম বুদ্ধিমত্তা! হ্যালো বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন। আজকের পোস্টটি হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধি সম্পন্ন রোবট সম্পর্কে। তাই বন্ধুরা শুরু করা যাক আজকের পোস্ট।

বন্ধুরা মানুষের আবেগ বুঝতে সক্ষম রোবট তৈরি করেছে চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি। রোবটটির নাম হল ‘সাইবার ওয়ান’। সাইবার ওয়ান’ নামের রোবটটি কথা বলার ভঙ্গি বিশ্লেষণ করে মানুষের ৪৫ ধরনের আবেগ শনাক্ত করতে পারে বলে জানা গিয়েছে। শুধু তা-ই নয়, দুঃখ বা আনন্দের সংবাদ শুনে অভিব্যক্তিও প্রকাশ করে এই রোবটটি।

বৃহস্পতিবার চীনে শাওমির প্রধান নির্বাহী কর্মকর্তা লেই জাং ‘মিক্স ফোল্ড টু’ মডেলের ভাঁজযোগ্য স্মার্টফোন উন্মোচন অনুষ্ঠানে রোবটটিকে পরিচয় করিয়ে দেন, অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গভঙ্গি প্রকাশের পাশাপাশি লেই জাংকে ফুলও উপহার দিয়েছে ‘সাইবার ওয়ান’ নামে এই রোবটি।

রোবটটি মাত্র ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার মানুষের আদলে তৈরি রোবটটির ওজন ৫২ কেজি

দেড় কেজি ওজন নিয়ে পথ চলতে সক্ষম। রোবটটি কারও সাহায্য ছাড়াই নির্দিষ্ট গন্তব্যে যেতে পারে। আশপাশের ত্রিমাত্রিক ছবি ধারণ করে। পাশাপাশি ৮৫ ধরনের প্রাকৃতিক শব্দও শনাক্ত করতে পারে রোবটটি। এই রোবটটি র মধ্যে কিছু অসাধারণ ফিউচার দেওয়া হয়েছে।

রোবটটির কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর চলার গতি বেশ কম। ঘণ্টায় মাত্র ৩ দশমিক ৬ কিলোমিটার। সমতল জায়গার পাশাপাশি উঁচু-নিচু পথ চলতে সক্ষম। রোবটটি পড়ে গেলে একাই উঠে দাঁড়াতে পারে। এমআই সেন্স সুবিধা কাজে লাগিয়ে নির্দিষ্ট ব্যক্তিকে চেনতে পারে। পাশাপাশি তাদের অঙ্গভঙ্গি শনাক্ত করতে পারে। আর বিভিন্ন ধরনের টেকনোলজির ব্যবহার করতে পারে।

Samsung কোম্পানি নতুন ভাঁজ করা স্মার্টফোন, স্মার্ট ঘড়ি ও ইয়ারবাডস দেখাল

স্যামসাং স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে এসেছে।।। বুধবার দক্ষিণ কোরিয়ার সিউলে আয়োজিত আনপ্যাকড ইভেন্ট অনুষ্ঠানে নতুন ভাঁজ করা স্মার্টফোন, স্মার্ট ঘড়ি ও ইয়ারবাডস প্রদর্শন করেছে স্যামসাং মোবাইল ফোন কোম্পানি। নতুন পণ্যগুলোর বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো—

বড় পর্দার স্মার্টফোন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি গ্যালাক্সি জেড ফোল্ড ৪ স্মার্টফোনটি ভাঁজ করে বা পুরো পর্দা ব্যবহার করা যায়। পর্দার অর্ধেক অংশে লেখা এবং বাকি অংশে ছবি দেখারও সুযোগ মিলে থাকে। এটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বিশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ১২ এল অপারেটিং সিস্টেমে চলা স্যামসাংয়ের প্রথম স্মার্টফোন।

বড় পর্দার স্মার্টফোন বা ট্যাবলেট কম্পিউটারের জন্য অ্যান্ড্রয়েডের বিশেষ সংস্করণটি তৈরি করেছে গুগল। কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরে চলা ৭/৫ ইঞ্চি পর্দার স্মার্টফোনটিতে রয়েছে ১২ গিগাবাইট র‍্যামসহ সর্বোচ্চ এক টেরাবাইট ধারণক্ষমতা। র‍্যাম ও ধারণক্ষমতার ভিন্নতা থাকায় স্মার্টফোনটি কিনতে গুনতে হবে কমপক্ষে ১ হাজার ৮০০ ডলার বা ১ লাখ ৭১ হাজার টাকা ধরা হয়েছে (প্রায়)।

কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরে চলা স্মার্টফোনটি সহজে ভাঁজ করে রাখা যায়। ফলে যাঁরা আকারে ছোট স্মার্টফোন ব্যবহার করেন, তাঁরা স্মার্টফোনটি পছন্দ করবেন নিঃসন্দেহে।

আরে স্মার্টফোনটিতে উন্নত প্রযুক্তি এবং ফিউচার দেওয়া হয়েছে ৮ গিগাবাইট র‍্যামে চলা স্মার্টফোনটির সর্বোচ্চ ধারণক্ষমতা ৫১২ গিগাবাইট। র‍্যাম ও ধারণক্ষমতার ভিন্নতা থাকায় স্মার্টফোনটির দাম সর্বনিম্ন ১ হাজার ডলার বা ৯৫ হাজার টাকা ধরা হয়েছে।

পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top