নারী সাহাবীদের নাম অনুসারে মেয়েদের নাম রাখার নিয়ম

নারী সাহাবীদের নাম অনুসারে মেয়েদের নাম রাখার নিয়ম

নারী সাহাবীদের নাম অনুসারে মেয়েদের নাম রাখার নিয়ম! বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম যে ৪০ জন মহিলা সাহাবীর নাম রেখেছিলেন সেই সম্পর্কে।

বন্ধুরা আমরা সকলেই জানি নাম একটি মানুষের ব্যক্তি পরিচয়। আর এই পরিচয়ে একজন ব্যক্তি তার সারাটি জীবন পার করে দেন। আর এই নাম অবশ্যই আল্লাহ প্রদত্ত এবং নবী রাসূলদের দেওয়া নাম অনুসারে রাখতে হবে।

কেননা বলা হয়ে থাকে রোজ হাশরের ময়দানে যখন আল্লাহ হিসাব নিকাশ নিবেন তার বান্দাদের কাছ থেকে তখন অনেক পাপী ব্যক্তি বা বান্দা তার নামের কারণে জান্নাতে প্রবেশ করবেন। এজন্য নাম একটি মানুষের ইহকাল এবং পরকাল উভয়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বিষয়।

আজ আমরা এরকমই ৪০ জন মহিলা সাহাবীর নাম সম্পর্কে জানব। যে নাম গুলো আপনি আপনার মেয়ে সন্তানদের জন্য রাখতে পারেন অথবা আপনার পরিচিত বন্ধুবান্ধবদের এই নাম গুলো সম্পর্কে অবহিত করার মাধ্যমে তাদেরকে জানিয়ে দিতে পারেন। তাহলে চলুন শুরু করি,,,

  • রুমাইসা এটি ছিল নবীজির প্রিয় নাম
  • নাওলা অর্থ ভালো, কল্যাণ
  • সুমাইয়া অর্থ আলামত
  • আলিয়া অর্থ উচ্চ মর্যাদা সম্পন্ন
  • কারিমা অর্থ উচ্চ বংশের কৃতি সন্তান
  • আসমা অর্থ অতুলনীয়
  • বাকিকা অর্থ কোমলবতি
  • খাওলা অর্থ সুন্দরী
  • রাবাব অর্থ শুভ্র মেঘ
  • আসিয়া অর্থ সমবেদনা কারিণী
  • আরোয়া অর্থ কমল ও হালকা
  • আনিশা অর্থ ভালো মনের অধিকারিনী
  • জামিলা অর্থ সুন্দরী
  • রায়হানা অর্থ সুন্দরী
  • সুআদ অর্থ সৌভাগ্যবতী
  • সাদিয়া অর্থ খাঁটি নির্ভেজাল
  • হোজাইলা অর্থ সহচর
  • উম্মে রুমান অর্থ ডালিম ফল
  • সাইদা অর্থ পুণ্যবতী
  • সালমা অর্থ শান্তিময়
  • সুমাইয়া অর্থ উচ্চ
  • লুবাবা অর্থ বিশুদ্ধ
  • উনাইসা অর্থ ভালো বন্ধু
  • মনিয়া অর্থ রক্ষাকর্তা
  • নুসাইবা অর্থ গুরুত্বপুণ্য একটি পরিবার
  • নাইলা অর্থ দয়ালু
  • রুফাইদা অর্থ একটি দল
  • সাকিনা অর্থ শান্তি
  • সামরা অর্থ একদামি জলপাই
  • রুমাইসা অর্থ মরুভূমির ভাবীর গাছের একটি ক্লাস্টার
  • নুজহাত অর্থ প্রফুল্ল
  • রাইসা অর্থ রানী
  • আসমা অর্থ আবু বক্কর (রা) মেয়ে ছিল
  • সুবাইদা অর্থ রোদ
  • লায়লা অর্থ ভাবাবেশ
  • হালিমা অর্থ ধৈর্যশীল
  • রুমাইসা অর্থ ওমর (রা) মেয়ে
  • খালেদা অর্থ অমর
  • হাসানা অর্থ সুন্দরী মহিলা
  • আয়েশা অর্থ নবি (সা) এর স্ত্রী

বন্ধুরা মহিলা সাহাবীদের নিয়ে আমাদের এই পোষ্টটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনার যদি এরকম নিত্য নতুন পোস্ট পেতে চান তাহলে আমাদের সাইটটি ফলো সঙ্গেই থাকুন ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top