Valentine’s Day Messages! সকলেই বলে থাকে ভালোবাসা ঈশ্বর প্রযুক্ত। আর এই ঈশ্বর প্রদত্ত পবিত্র জিনিসটাকে মানুষ বাস্তবে রূপান্তর করে থাকে।
বিশেষ করে প্রতিবছর যখন ১৪ই ফেব্রুয়ারি দিনটি আসে তখন এই দিনটিকে প্রেমিক-প্রেমিকারা স্মরণীয় করে রাখার জন্য একে অপরেকে শুভেচ্ছা জানিয়ে থাকে এবং এই দিনটিতে তারা বিভিন্ন ধরনের পরিকল্পনা করে। যেমন কোথাও ঘুরতে যাওয়া, কোন একটি ভালো রেস্টুরেন্টে বসে খাওয়া-দাওয়া করা সহ হরেক রকমের আয়োজনের মাধ্যমে দিনটি পালন করে থাকে।
আর এই দিনটিতে সকলেই তার প্রিয়জনকে মেসেজের মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে থাকে। Valentine’s Day Messages আজকে আমরা ১৪ই ফেব্রুয়ারি উপলক্ষে এরকম কিছু জনপ্রিয় এসএমএস সম্পর্কে আপনাদের জানাবো। যেগুলো আপনি আপনার প্রিয়জনকে শেয়ার করতে পারেন। আশা করি আপনার পাশাপাশি আপনার প্রিয়জন কেউ এই মেসেজগুলো অনেক ভালো লাগবে।
হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে SMS ২০২৪
- আমি তোমাকে কল্পনাতে নয় বাস্তবে চাই, আমি তোমাকে ছলনাতে নয় ভালোবাসায় চাই, আমি তোমাকে তোমার মত করে নয় আমার মত করে চাই, আমি তোমাকে খনিকের জন্য নয় চিরদিনের জন্য চাই। হ্যাপি ভ্যালেন্টাইন ডে ২০২৪
- ভালবেসে এই মন তোকে চায় সারাক্ষন, আছিস তুই মনের মাঝে পাশে থাকিস সকাল সাঝে। কি করে তোকে বলবো তুই যে আমার জীবন।
- যদি বৃষ্টি হতাম তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম, চোখে জমা বিষাদ টুকু এক নিমিষেই ধুয়ে দিতাম >>>হ্যাপি ভ্যালেন্টাইন ডে ২০২৪<<<
- ভালোবাসা বুকের ভেতর হয়েছে নিঃশ্বাস, তোমার প্রেমে বেঁচে আছি এই তো আমার বিশ্বাস, জান আমার জান তুমি, আমার প্রানের মাঝে প্রান, ****** হ্যাপি ভ্যালেন্টাইন ডে ২০২৪*******
- এই মন চায় শুধু তোমায় ভালোবাসি, এ মন চাই শুধু তোমার কাছে আসি, এই মন চাই শুধু তোমার মুখের হাসি এ মন চায় শুধু থাকতে তোমার পাশাপাশি <<<আই লাভ ইউ>> হ্যাপি ভ্যালেন্টাইন ডে।
- ভালো যখন বেসেছি, ছাড়বো না আর আমি, তোমায় পাশে ছিলাম এখনও আছি, আর থাকবো চিরকাল ভালোবেসে অনন্তকাল।
- অল্প অল্প মেঘ থেকে হালকা হালকা বৃষ্টি হয়, ছোট্ট ছোট্ট গল্প থেকে ভালোবাসা সৃষ্টি হয়, মাঝে মাঝে স্মরণ করলে সম্পর্কটা মিষ্টি হয় <<<আই লাভ ইউ>>
- যার কাছে সবকিছু বলা যায়, যার হাতে হাত রেখে চলা যায়, যাকে আপন বলে ভাবা যায়, যার কাছে বিশ্বাস টুকো জমা রাখা যায় তাকেই তো ভালবাসা যায় ****** হ্যাপি ভ্যালেন্টাইন ডে ২০২৪*******
- ভালোবাসা মানে এক মুঠো রোদ, বসন্তের ওই হাওয়া, ভালোবাসা মানে মনের সাগরে স্বপ্নের তরী বাওয়া, ভালোবাসা মানে শিশির ভেজা সবুজ ঘাসের জমি, ভালবাসা মানে সব সীমা ছাড়িয়ে শুধু তুমি আমার আর আমি তোমার এইটুকু জানি >>>>>হ্যাপি ভ্যালেন্টাইন ডে ২০২৪<<<
- মনের মাঝে জড়িয়ে আছো বলবো কেমন করে, মুখটা তোমার ভেসে ওঠে আমার দুটি নয়নে, সুখের বাসা ফিরে পেলাম তোমার এই মনে, থাকবে আবার আপন হয়ে যাবে না তো ভুলে, তোমার হৃদয় ভরিয়ে দেবো আমি গোলাপ হয়ে, আমার জীবনে থাকবে তুমি সুখের সাথী হয়ে*****২০২৪***
- মিষ্টি চাঁদের মিষ্টি আলো, বাসি তোমায় অনেক ভালো, মিটিমিটি তারার মেলা, দেখবো তোমায় সারাবেলা, রাতে শান্ত ভুবন, চাইবো তোমায় সারা জীবন >>>>>হ্যাপি ভ্যালেন্টাইন ডে ২০২৪<<<