Xiaomi Mix Fold 2 price in Bangladesh! Xiaomi Mix Fold 2 শীঘ্রই বাংলাদেশের বাজারে আসতে চলেছে । আশা করা হচ্ছে এখানে ১২০ হার্জের ভ্যারিয়েবল রিফ্রেশ রেটসহ অসাধারণ কিছু ফিচার থাকবে ।আগস্টের দিকে স্মার্টফোনটি বাজারে রিলিজ করা হতে পারে বলে জানা যাচ্ছে । স্মার্টফোনটির উন্নতির গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ডিসপ্লে এবং ডিজাইন ও ফোনটি লুক । তবে শাওমি এটি চায়নার বাহিরে রিলিজ করবে কিনা বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি ।
স্টোরেজ ১ টেরাবাইট
শাওমি তাদের মিক্স ফোল্ড টু স্মার্টফোনটি এমন এক সময়ে রিলিজ করতে যাচ্ছে যখন শাওমির নিজস্ব এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম এমআইইউআই ১৪ সবার জন্য উন্মুক্ত করা হবে বলে জানা গিয়েছে ।
নতুন অপারেটিং সিস্টেমটি আগস্টের ১৬ তারিখে রিলিজ করা হবে, জানা গেছে তাদের ওয়েবসাইট থেকে ।কোম্পানিটি তাদের ১২ বছরের পূর্তি উদযাপন করার জন্য প্রস্তুত হচ্ছে । তারা যদি ১২ বছর পূর্তি উপলক্ষে কোন অনুষ্ঠানের আয়োজন নাও করে সেটাও সমস্যা নয়। মিক্স ফোল্ড টু রিলিজ করার মাধ্যমে তাদের ইনোভেশন এবং সক্ষমতা সবাইকে উপহার দিতে পারবে বলে জানিয়েছে কোম্পানির কর্তৃপক্ষ।
ডিসপ্লে এর সাইজ হবে ৮.১ ইঞ্চি-স্মার্টফোনটিতে ডিসপ্লের বেশ উন্নতি ঘটানো হয়েছে । ডিসপ্লে এর সাইজ হবে ৮.১ ইঞ্চি। ডিসপ্লে টাইপ হবে ওএলইডি । ১২০ হার্জের ভ্যারিয়েবল রিফ্রেশ রেট থাকবে। স্ক্রিন রেজুলেশন হবে ১৪৪০পি। স্ক্রিন রেশিও হবে ২১:৯।
এই সকল বিষয়ে তথ্য জানা গিয়েছে তাদের ওয়েবসাইট থেকে।যেহেতু এটি ফোল্ডেবল স্মার্টফোন কাজেই এদের উচ্চতার থেকে প্রস্থ অনেক বেশি হবে। তবে স্মার্টফোনটির অনেক ডাইমেনশন থাকতে পারে প্রসেসর
হবে স্ন্যাপড্রাগন এইট প্লাস জেন ওয়ান । র্যাম হবে ১৬ জিবি। স্টোরেজ থাকবে ১ টেরাবাইট। ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং এর সুবিধা রয়েছে।
ভারতীয় রুপিতে এক লক্ষ ৫৪ হাজার-চায়নার বাজারে স্মার্টফোনটির দাম এক লক্ষ আশি হাজার টাকার সমান। ।ভারতীয় রুপিতে এক লক্ষ ৫৪ হাজার। সবাই আশা করছে বিশ্বব্যাপী গ্লোবাল ভার্সন রিলিজ করা হবে। এটি শুধু চায়নার মধ্যে আটকে থাকলে প্রযুক্তিপ্রেমীরা হতাশ হবে।
বন্ধুরা আজকের পোস্টটি এই পর্যন্তই। আরেকটি নতুন পোস্টের সাথে দেখা হচ্ছে।। পোস্টটি পোড়ার জন্য সবাইকে ধন্যবাদ।